সুতি ২: মোবাইল চুরি চক্রে বড় ধাক্কা! সুতি থানার জালে দুই অভিযুক্ত
মুর্শিদাবাদ জেলার সুতি থানার বড় সাফল্য! চোরাই মোবাইল উদ্ধার সহ গ্রেপ্তার দুই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জাকির হোসেন ও ইয়াদুল শেখ। তাদের বাড়ি সুতি থানার ইসলামপুর এলাকায়।এদিন উপস্থিত ছিলেন ফারাক্কা SDPO শেখ শামসুদ্দিন, সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।বৃহস্পতিবার দুপুরে পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঔরঙ্গাবাদ এলাকায় অভিযান চালায় সুতি থানার পুলিশ।