পুরুলিয়া ১: ট্রাকের চাকায় পিষ্ট পথচারী, বলরামপুর থেকে গ্রেপ্তার ট্রাকচালক ধৃতকে কোটে পেশ করল পুলিশ
গত ২৮ তারিখ টামনা থানার অন্তর্গত দামদা গ্রামের অদুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অবোধ মঙ্গল নামে এক ব্যক্তির। সেই ঘটনার মর্মে টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই মৃত ব্যক্তির ভাই নন্দকিশোর মঙ্গল। তারই পরিপ্রেক্ষিতে বলরামপুর থানাএলাকার শ্যামনগর এলাকা থেকে রতন কর্মকার নামে ওই ট্রাকে চালককে গ্রেফতার করা হয় ।ধৃতকে দিন কোটে পেশ করে পুলিশ।