গোপীবল্লভপুর ২: এসআইআর বিষয় ও নিবার্চন কে সামনে রেখে দলের পরিকল্পনা স্থির করতে কুঠিঘাটে খাড়বান্ধি অঞ্চল তৃণমূলের নেতৃত্বদের নিয়ে হল বৈঠক
নির্বাচন কমিশনের এসআইআর প্রকৃয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা এবং দলের আগামী কর্মপরিকল্পনা স্থির করতে গোপীবল্লভপুর ২ ব্লকের কুঠিঘাট গেষ্ট হাউসে হল ব্লকের খাড়বান্ধি অঞ্চল তৃণমূলের বিশেষ বৈঠক। শুক্রবার গোপী বল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, অঞ্চল তৃণমূলের সভাপতি বৈকুণ্ঠ শিট, জেলা পরিষদের সদস্য পুস্প নায়েক এর উপস্থিতিতে হয় এই বৈঠক।