চাপড়া: চাপড়ার হাঁটরায় বাস–স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম দুই
Chapra, Nadia | Dec 23, 2025 বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই স্কুটি আরোহী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাপড়ার হাঁটরা এলাকায়।আহতদের নাম শুভেন্দু সরকার (চাপড়ার নবীননগরের বাসিন্দা) এবং মইদুল শেখ (বাদলাঙ্গীর বাসিন্দা)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা স্কুটিতে করে তেহট্টের দিক থেকে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। সেই সময় একটি যাত্রীবাহী বাস কৃষ্ণনগর থেকে তেহট্টের দিকে যাচ্ছিল।হাঁটরা ও ছোট আন্দুলিয়ার মাঝামাঝি কৃষ্ণনগর–করিমপুর রাজ্য সড়কে