কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর শহরে চুরি ছিনতাই এর মত অসামাজিক কার্যকলাপ ঠেকাতে অভিনব উদ্যোগ নিল কৃষ্ণনগর কোতোয়ালি থানা
শীতের প্রাক মুহূর্তে কোতোয়ালি থানার তরফ থেকে প্রতিদিন রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত হুটার ও বিশেষ বাতি লাগানো চারটি মোটরসাইকেলে কৃষ্ণনগর পৌরসভার ২৫ টি ওয়ার্ডে টহলদাঁড়ি চালাবেন পুলিশের বিশেষ একটি দল। শীতের আবহে শহরে যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা ও চুরি ছিনতাই ঠেকাতে কোতোয়ালি থানার পক্ষ থেকে পুলিশের বিশেষ এই বাইক বাহিনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন রাতে কর্মরত পুলিশকর্মীরা শহরবাসীকে নিরাপত্তা দিতে শহরের গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে টহল দেবে।