পৌষ মাস মানেই হিন্দু ধর্মালম্বী মানুষদের কাছে একটি বিশেষ মাস , কেননা এই মাসটিকে তারা লক্ষ্মী মাস বলেই ভেবে থাকেন। তবে পৌষ মাস শেষ হওয়ার আগের দিন দিনের বেলায় অনেকেই লক্ষ্মী পূজার আয়োজন করেন, এর পাশাপাশি রাতের বেলা বিভিন্ন শস্য জাতীয় ফুল থেকে শুরু করে বিভিন্ন পূজার সামগ্রী দিয়ে এছাড়াও বিশেষ করে চালের গুড়ি নিয়ে বাড়ির উঠান সহ ঠাকুর ঘরে মহিলারা বিশেষ পুজো করে থাকেন। যাকে গ্রাম বাংলার মানুষ পৌষ আগলাও বলে থাকেন।