সাঁইথিয়া: সাঁইথিয়ার জুইতে গ্রামে ধুমধাম কালী ঠাকুরের নিরঞ্জনের শোভাযাত্রা
আজ বুধবার আনুমান সন্ধ্যে ছোটনাগাদ বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত জুইতে গ্রামে পালিত হলো কালী ঠাকুরের নিরঞ্জন এর শোভাযাত্রা ডিজে বক্স এর মাধ্যমেই কালী ঠাকুরের শোভাযাত্রা বের করা হয়। শেষ শোভাযাত্রাটি গোটা গ্রাম পরিক্রমা করার পরে গ্রামেরই একটি পুকুরে কালী ঠাকুর নিরঞ্জন করা হয়