কুশমুণ্ডী: কুশমন্ডি ব্লকে শুক্রবারে চললো দুর্গা প্রতিমার নিরঞ্জনের পালা
বৃহস্পতিবার এর পাশাপাশি শুক্রবারও কুশমন্ডি ব্লকে দেখা গেল দুর্গা প্রতিমার নিরঞ্জনের পালা। এদিন সন্ধ্যায় বিভিন্ন পূজা কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বিজেপি নেতা তাপস চন্দ্র রায় কে।