বামনগোলা: বামনগোলায় ১৮ হাতের মহালক্ষ্মী পূজা, অনন্য ঐতিহ্য ২৬ বছরের
বামনগোলায় ১৮ হাতের মহালক্ষ্মী পূজা, অনন্য ঐতিহ্য ২৬ বছরের মালদা: মা লক্ষ্মীর এমন রূপ সচরাচর দেখা যায় না! বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে পূজিত হন ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মী। ১৯৯৯ সাল থেকে এই বিশেষ রূপে দেবী পূজিত হয়ে আসছেন। সকালে মহালক্ষ্মী ও রাতে কোজাগরী লক্ষ্মী রূপে দেবীর পূজা হয়। সোমবার সকাল 11 টা নাগাদ পুজোর ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। আশ্রমের স্বামী আত্মপ্রেরণানন্দ মহারাজের উদ্যোগে শুরু হয়েছিল এই অনন্য পুজো। দেবীর হাতে থাকে চক্র, ত্