কলকাতা: উত্তর কলকাতার জমজমাট বাজার এলাকা হাতিবাগানে দুর্গাপুজোর সূচনা হয়েছিল স্বাধীনতার আগে
কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো হাতিবাগান সার্বজনীন এ বছর পদার্পণ করল ৯১ তম বর্ষে। তাদের এবছরের ভাবনা অথ: ঘাট কথা। শহর কলকাতার বিভিন্ন ঘাটের কথা তুলে ধরা হয়েছে এই মন্ডপে। উত্তর কলকাতার জমজমাট বাজার এলাকা হাতিবাগানে এই পুজোর সূচনা হয়েছিল স্বাধীনতার আগে, সামান্য আড়ম্বরে হলেও মহল্লার মিলনক্ষেত্র হিসেবে। ধীরে ধীরে তা হয়ে ওঠে জনপ্রিয় বারোয়ারি পুজোর অন্যতম দৃষ্টান্ত।প্রতিবছর হাতিবাগান সার্বজনীন পুজো তার থিম ও সৃজনশৈলীর জন্য নজর কাড়ে।