মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম উত্তর চক্রের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শনিবার খড়গ্রাম ব্লকের রহিগ্রামের মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ একাধিক শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্টজনেরা। তাঁদের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। শনিবার দুপুরে জানা গিয়েছে, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দৌড়, লং জাম্প সহ একাধিক খেলায় অংশগ্রহণ করে।