ফরাক্কা: ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ফারাক্কায় "মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ
কালু হাঁড়ি নামে এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার । উদ্ধার করা হয়েছে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট আবাসনের বাজার থেকে । মৃতদেহটি বাজারের জল ট্যাংকি মোড়ে একটি ঘুমটির মধ্যে ঝুলে থাকতে দেখা যায় । বাজারের মানুষজন ফরাক্কা পুলিশ প্রশাসনকে জানালে মৃত দেহটি উদ্ধার করে দ্রুত ফরাক্কা থানায় আনা হয় । পারিবারিক সূত্রে জানা গেছে , ছোট থেকে ফরাক্কা ব্যারেজে মামার বাড়িতেই বেড়ে ওঠে কালু হাঁড়ি । পরিযায়ী শ্রমিক ছিল সে । মূলত বাইরে বাইরে ভারতবর্ষের বিভি