নানুর: পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে কীর্ণাহারে পরোটা গ্ৰামে বিশেষ বৈঠক
Nanoor, Birbhum | Oct 10, 2025 শনিবার কীর্ণাহারের পরোটা গ্ৰামের ১৫৮ ও ১৬০ নং পার্টের গ্ৰামবাসি দের নিয়ে কীর্ণাহার তারাপদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প। আর সেই ক্যাম্প কে সফল করতে শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় পরোটা গ্ৰামে দুটি বুথেই হয়ে গেল বিশেষ বৈঠক। ওই বৈঠকে উপস্থিত ছিলেন- কীর্ণাহার ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যরা।ওখানে আলোচনা করা হয় যে, আপনাদের পাড়ায় কি কি সমস্যা রয়েছে সেগুলি কিভাবে সমাধান করা গেলে সু