কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর কদমতলা ঘাটে দশমী পূজার সমাপ্ত হওয়ার পরই শুরু হল প্রতিমা নিরঞ্জন,বাড়ির ঠাকুরগুলি বিসর্জনের জন্য নিয়ে আসা হয়
শারদ উৎসবের সমাপ্তি হল প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে। দশমীর সকাল থেকেই কৃষ্ণনগর কদমতলা ঘাটে ভক্তদের ভিড়। মা দুর্গাকে বিদায় জানাতে হাজির হন মানুষজন। অশ্রু ভরা চোখে ভক্ত বিদায় জানান মা দুর্গাকে। সকাল থেকেই কৃষ্ণনগর কদমতলা ঘাটের নিরঞ্জনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে রাখা হয়েছে কর্মীদের জলঙ্গী নদী থেকে কাঠামোতুলে ফেলার জন্য।