নিতুড়িয়া: আগুন লেগে ভস্মীভূত খড় বোঝাই গাড়ি নিতুড়িয়ার মূর্গাবনীতে,ঘটনাস্থলে দমদম পৌঁছে আগুন নিভিয়ে ফেলে,ঘটনায় চাঞ্চল্য ছড়ায়
আগুন লেগে ভস্মীভূত হল একটি খড়ের গাড়ি। মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার নিতুড়িয়া থানার মূর্গাবনী এলাকার ঘটনা। খবর পেয়ে রঘুনাথপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তড়ি ঘড়ি পৌঁছায় সাঁতুড়ি ও নিতুড়িয়া থানার পুলিশ। স্থানীয়রা ট্যাঙ্কারে করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। পরে রঘুনাথপুর থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। ঘটনায় খড় সহ পুরো গাড়িটি আগুনে পুড়ে চাই হয়ে যায়।