ডায়মন্ডহারবার ২: কলাগাছিয়া মোড় এলাকায় চারচাকা গাড়ি ও টোটোর সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল টোটো, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই চালক
চারচাকা গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষ যার জেরে এই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন সন্ধ্যে সাতটা নাগাদ ডায়মন্ড হারবার থানার কলাগাছিয়া মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ডায়মন্ড হারবারে দিক থেকে সরিষার দিকে যাচ্ছিল ওই চার চাকা গাড়িটি আর তার পাশ থেকে যাচ্ছিল টোটো টি। চারচাকা গাড়িটি টোটোটিকে ক্রস করার সময় হঠাৎ করে এই টোটো টি চার চাকা গাড়ির গায়ের ধারে চলে আসে। তখনই দুটো গাড়ির সংঘর্ষ হয়। অল্পের জন্য প্রাণে বাঁচে দুই চালক