বর্ধমান ২: SIR উত্তেজনার মধ্যে পূর্ব বর্ধমান জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল নেত্রী মিঠু মাঝি
এসআইআর (SIR) নিয়ে এখন তপ্ত বঙ্গের রাজনৈতিক রণাঙ্গন।এমন আবহের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন মিঠু মাঝি।বিষয়টি নিয়ে আশ্চর্য জনক ভাবে মুখে কুলুপ অাটেন জেলাপরিষদের সভাধীপতি শ্যামাপ্রসন্ন লোাহার । তবে এ নিয়ে কোন রাখ ঢাক রাখেন নি মিঠু মাঝি। তাঁকে ফোন করা হলে তিনি জেলাশাসকের কাছে তার পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা স্বীকার করে নেন । একই ভাবে মিঠু মাঝির পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি জেলাশাসক আয়েশা রানী এ স্বীকার করেছেন । যদিও