রানাঘাট ১: রানাঘাট সড়কপাড়া ১এর পল্লীর এবারে দুর্গাপুজোর থিম ছোটা ভিম ডোলাকপুর
রানাঘাট থানার অন্তর্গত রানাঘাট সড়ক পাড়ার দুর্গা পুজোতে প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসেন পুজো উদ্যোক্তারা। সড়কপাড়া ১এর পল্লীর এবারের পূজোর থিম ছোটা ভিম ঢোলাকপুর। এবার এই পুজোর থিম দেখতে ভিড় করেছেন দূর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।