মিরিক: প্রয়াত GNLF এর সুপ্রিমো সুভাষ ঘিসিংয়ের সমাধি নির্মাণ করা হল মিরিকের মঞ্জুশ্রী পার্কে
প্রয়াত GNLF এর সুপ্রিমো সুভাষ ঘিসিংয়ের সমাধি নির্মাণ করা হল মিরিকের মঞ্জুশ্রী পার্কে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সমাধির উন্মোচন করা হয়। উন্মোচন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। উপস্থিত ছিলেন GNLF দলের সভাপতি মন ঘিসিং, দার্জিলিংয়ের বিধায়ক নিরাজ তামাং জিম্বা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা।