কোলাঘাট: রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ কোলাঘাট থানার অন্তর্গত মানুয়া হাই স্কুল মোড়ে স্থানীয়রা#jansamasya
রাস্তা সংস্কারের দাবিতে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ কোলাঘাট থানার অন্তর্গত মানুয়া হাই স্কুল মোড়ে। কোলাঘাট পুলশিটা হইতে মনোহরপুর ঢাল পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তা বেহাল। এর আগেও পথ অবরোধ করেছিল সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু না হওয়ায় আবারো পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষজনরা। সোমবার সকাল আটটা থেকে শুরু হয় চলে দুপুর ১২ টা পর্যন্ত।