চন্দ্রকোনা পৌরসভায় চার নম্বর ওয়ার্ড শ্যামসুন্দরপুর এলাকায় বাথরুমের পাশে উদ্ধার হলো ইন্ডিয়ান রক পাইথন সাপ। ওই ওয়ার্ডের বাসিন্দা রাজিব মান্না সাপটি লক্ষ্য করেন তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ কে। মলয় ঘোষ কে সে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। আজ সকালে প্রায় সাড়ে এগারোটা নাগাদ এমনই ঘটনা ঘটে বলে জানা যায় লোকালয়ে বিশালাকার এই রক পাইথন সাপ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়।