নিতুড়িয়া: নিতুড়িয়ার ঝনকা মোড়ে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন রঘুনাথপুর মন্ডল ১বিজেপির
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ১মন্ডল বিজেপির পক্ষ থেকে বুধবার নিতুড়িয়ার ঝনকা মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হল।এদিন ক্ষুদিরাম বসুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন জানান বিজেপির নেতা নেত্রী ও কর্মীরা।উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির জি এস মামণি বাউরি সহ নীলকান্ত চক্রবর্তী,সঞ্জীত বাউরি,শিখা বাউরি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।