শীতলকুচি: পূর্ব শীতলকুচি এলাকায় পুকুরের জলে ডুবে মৃত চার বছরে এক শিশু
বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি এলাকায় দীঘির জলে ডুবে মৃত এক শিশু। জানা যায় ওই শিশু তার মায়ের সাথে দুদিন আগে পূর্ব শীতলকুচি এলাকায় দাদুর বাড়িতে আসে আজ সকালে খেলতে গিয়ে বাড়ির পাশেই পুকুরে পড়ে যায় । পরে বিষয়টি নজরে এলে পরিবারের লোকেরা তাকে দিঘী উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশু কে মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মরগে পাঠায়।