মাজদিয়া অনামিকা ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় পুরনো ঐতিহ্য বজায় রাখতে পুতুল নাচের অনুষ্ঠান, মাজদিয়া অনামিকা ক্লাবের ৪৮ বছরের জগদ্ধাত্রী পুজোর তৃতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরনো ঐতিহ্য বজায় রেখে পুতুল নাচের আয়োজন করা হয়, বর্তমান প্রজন্মের অনেক ছোট ছোট শিশুরাই পুতুল নাচ সম্পর্কে জানে না, একসময় গ্রামীণ মেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রামগঞ্জে পুতুল নাচের চল ছিল বর্তমানে যা আজ প্রায় অবলুপ্তির পথে আর সেই প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে শিশু মনকে উ