ঝালদা ১: কাররু গ্রামে গোখরো সাপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হল
কাররু গ্রামে গোখরো সাপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হল। স্থানীয় ও বন বিভাগ সূত্রে বুধবার বিকেল চারটা নাগাদ জানা গিয়েছে। এদিন কাররু গ্রামে বিশালাকৃতির গোখরো সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজনের চোখে পড়তেই বনকর্মীদের খবর দেওয়া হয়। স্থানীয় মানুষজন এবং বনাকর্মীদের কিছুক্ষণের প্রচেষ্টার পর সাপটিকে সেখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।