পুলিশের মানবিকতায় কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বসতে পারল কালনার বাসিন্দা সৌভিক দাস। রিপোর্টিং টাইম পার হয়ে গেলেও নিজের পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে বিভান্ত হয়ে কাটোয়া বাসস্ট্যান্ডে ডিউটিরত পুলিশের কাছে সৌভিক গিয়ে তার সমস্যার কথা জানায়। কাটোয়া ট্রাফিক পুলিশের তৎপরতায় কাটোয়া পুরসভার ট্রাফিক কর্মী লোকনাথ চট্টোপাধ্যায় পরীক্ষার্থীকে বাইকে চাপিয়ে প্রায় আট কিমি দূরের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।