তেলিয়ামুড়া: তেলিয়ামুড়ার দশমীঘাটে শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে দশমীর পর্ব, উপস্থিত ছিলেন বিধায়িকা
শুক্রবার গভীর রাত একটা ৩০ মিনিট নাগাদ পর্যন্ত চলে তেলিয়ামুড়ার দশমীঘাটে মায়ের দশমীর পর্ব। উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা।