ঝালদা ২: কোটশিলা থানার চেকা গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ৪, ধৃত ৫ জনকে তোলা হলো জেলা আদালতে
পুরনো একটি ঘটনা কে কেন্দ্র করে আক্রোশের জেরে কোটশিলা থানার চেকা গ্রামে দুপক্ষের ঝামেলায় আহত হল ৪ জন । অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে গ্রেফতার করে কোটশিলা থানার পুলিশ । আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ।