হলদিবাড়ি: SIR চালু হতেই ভীতু উদ্বাস্তুরা! এবার তাঁদের জন্য এগিয়ে এলো হলদিবাড়ি হিন্দু জাগরণ মঞ্চ
এসআইআর চালু হতেই ভীতু উদ্বাস্তুরা। এবার তাঁদের জন্য এগিয়ে এলো হিন্দু জাগরণ মঞ্চ। ধর্মীয় কারনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে বিতারিত হিন্দুদের জন্য সিএএ অর্থাৎ নাগরিক সংশোধনী আইনে আবেদন দাখিলের কাজ শুরু করলো হলদিবাড়ি হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হলদিবাড়ি শহরের বাসকালিবাড়ি প্রাঙ্গনে অবস্থিত হনুমান মন্দিরে একটি শিবিরের আয়োজন করা হয়। প্রথম দিনে ৪৯ জন এ-ই শিবিরে নাগরিকত্বর দাবি নিয়ে আবেদন করেছেন।