তেহট্ট ২: কৃষ্ণনগর পুলিশ জেলার বিশেষ সম্মানে ভূষিত হলেন পলাশীপাড়ার গাছ প্রেমী নিশিথ বিশ্বাস
কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ সম্মানে ভূষিত হলেন পলাশী পাড়ার সাহেবনগরের নিশিথ বিশ্বাস, এলাকায় প্রকৃতি প্রেমী হিসেবে পরিচিত গাছ পাগল এই মানুষটি পেশায় পুলিশ করবে নেশা গাছ লাগানো, দীর্ঘদিন ধরেই পলাশী পড়া সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে হাজার হাজার কাজ লাগিয়ে চলেছেন। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সম্মান নয় সভার মধ্য দিয়ে কৃষ্ণনগর পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হলো পুলিশকর্মী ও প্রকৃতিপ্রেমী নিশিথধ বিশ্বাসকে।