খয়রাশোল: লোকপুর উচ্চ বিদ্যালয়ের আঙিনায় দিনভর জমজমাট লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো
খয়রাশোল ব্লক স্তরের লোকনৃত্য প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হলো উচ্ছ্বাস ও উৎসবের আবহে। বৃহস্পতিবার খয়রাশোল সার্কেল এবং খয়রাশোল সাউথ সার্কেলের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় লোকপুর উচ্চ বিদ্যালয়ে। প্রতিযোগিতায় মোট দশটি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রত্যেক দলই নিজেদের লোকসংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যকলার ছোঁয়া তুলে ধরে মুগ্ধ করে দর্শক ও বিচারকদের।