আলিপুরদুয়ার ২: ব্যাপক হারে ম্যালেরিয়া ছড়াচ্ছে আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকে
ব্যাপক ম্যালেরিয়া দেখা দিয়েছে আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকে, ১১ জন ভর্তি রয়েছেন যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে এমনটাই দেখা গেল রবিবার রাত ৭ টা নাগাদ হাসপাতালে গিয়ে। ১১ জনের মধ্যে পাঁচ জন মহিলা এবং ছয় জন পুরুষ। পাঁচ বছরের রাজদীপ মুন্ডার বাড়ি লোকনাথপুর তিন বছরের প্রিয়া মন্ডল বাড়ি লোকনাথপুর ছয় বছরের সুজিত হাঁসদা র বাড়ি ধওলা বস্তি এলাকায়। ভর্তি রয়েছেন বেশ কয়েকজন শিমলা বাড়ি এলাকার। দিনের পর দিন বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে