বরাবাজার: পশ্চিমবঙ্গ রাজ্য ICDS কর্মী সমিতির উদ্যোগে ৯ দফা দাবিতে বরাবাজার CDPO র নিকট ডেপুটেশন
পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির বরাবাজার ব্লক কমিটির উদ্যোগে 9 দফা দাবির ভিত্তিতে সিডিপি ওর নিকট এক স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। স্মারকলিপি প্রদানের আগে বরাবাজার শহরের বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে সমিতির সদস্যা রা। উপস্থিত ছিলেন পার্বতী মাহাতো মালতি সিং বাবু ও বরাবাজার ব্লক কমিটির সম্পাদিকা বিজলী মাহাত সহ অন্যান্য সদস্যরা।