রবিবার সকাল ১১টা নাগাদ জাঙ্গিপাড়ায় থান্ডার ক্লাবের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ৯৫তম স্বেচ্ছা রক্তদান শিবির। সমাজসেবামূলক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মোট ৭৯ জন রক্তদাতা। মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার যুবসমাজের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।