বিনপুর ২: বাঁদনা পরবের দ্বিতীয় দিন চোকপুরা ও গরহয়া পুজো অনুষ্ঠিত হল বেলপাহাড়ী তথা সমগ্র জঙ্গলমহল জুড়ে
বাঁদনা পরবের দ্বিতীয় দিন চোকপুরা ও গরহয়া পুজোয় অনুষ্ঠিত হল বেলপাহাড়ী তথা সমগ্র জঙ্গলমহল জুড়ে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত রীতি অনুযায়ী গরহয়া কৃষি যন্ত্রপাতি পরিষ্কার করা, গরহয়া পুজো মুরগি বলি এবং রাতে গরু চুমানো একের পর এক রীতি রেওয়াজ পালন করা হয়। এই উৎসব উপলক্ষে পাড়ার মূল রাস্তা থেকে বাড়ির গোয়ালঘর সহ সমস্ত আঙিনা জুড়ে এক ধরনের আলপনা আঁকা হয়। আলপনার প্রতিটি মিলনস্থলে দেওয়া হয় একটি করে সিঁদুরের টিপ।