বোলপুর-শ্রীনিকেতন: বোলপুরে ফের চন্দ্রবোড়া সাপের আতঙ্ক, হাসপাতালের কাছে মিলল একাধিক সাপ
শহরে ফের সাপের আতঙ্ক। ফের রাসেল ভাইপারের আতঙ্ক। এবার বোলপুর মহকুমা হাসপাতালে একাধিক চন্দ্রবোড়া সাপের দেখা মিলল। বোলপুর মহকুমা হাসপাতালে নিকটে একটি বসতবাড়ির পিছনে দেখা মিলল একাধিক চন্দ্রবোড়া সাপের। বাড়ির মালিক মির আজিজুল আজ ২২ শে নভেম্বর আনুমানিক বেলা ১২ টা নাগাদ তার বাড়ির পিছনের বাগান পরিষ্কার করছিলেন। আর তাতেই চোখ কপালে ওঠার যোগান। তিনি লক্ষ্য করেন প্রায় চার থেকে পাঁচটি চন্দ্রবোড়া সাপ, জঙ্গলে নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এক