মুরারই ২: মুরারই ২ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পাইকরে হিয়াতনগর মোড়ে বিক্ষোভ সভা করা হল
আজ 27 সেপ্টেম্বর শনিবার আনুমানিক বিকেলের দিক থেকে আনুমানিক সন্ধ্যের দিক পর্যন্ত।মুরারই ২ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হিয়াতনগর মোড়ে বিক্ষোভ সভা করা হল।এস আই আর এর নাম করে ভোট চুরি চলবে না। সমস্ত ভারতীয়রা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটির ব্যবস্থা করতে হবে। ইথানল মিশ্রিত পেট্রোলের দাম এখনও কেন কমছে না মোদি তুমি জবাব দাও।ও আরো বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সভা করা হয়।