শান্তিপুর: ফুলিয়ার কদমপুরে লক্ষ্মী পূজার মেলাকে ঘিরে গোটা গ্রামে বইছে উৎসবের জোয়ার, রাত বাড়তেই বাড়ছে দর্শক সমাগম
ফুলিয়ার কদমপুরে লক্ষ্মী পূজার মেলাকে ঘিরে গোটা গ্রামে বইছে উৎসবের জোয়ার। দুর্গাপূজার পরপরই শুরু হয় এই আয়োজন, যা গত ৪১ বছর ধরে কদমপুর গ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছরের মতো এবারও ফুলিয়া এলাকার বিভিন্ন বারোয়ারি ও ক্লাবের পক্ষ থেকে প্রতিমা নিয়ে আসা হয়েছে মেলায়। বাদ্যযন্ত্রের তালে, উল্লাসে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বুধবার এই মেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা । শান্তিপুর থানার পক্ষ থেকে মেলার নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখা হয়েছে।