ইলামবাজার: ইলামবাজারের জয়দেবে একত্রিংশতম বর্ষপূর্তি উৎসব স্বপ্ননীড় পত্রিকার অনুষ্ঠান শুরু হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে
ইলামবাজারের জয়দেব কেন্দুলীতে একত্রিংশতম বর্ষপূর্তি উৎসব স্বপ্ননীড় পত্রিকার অনুষ্ঠান শুরু হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।এই বর্ষপূর্তি স্বপ্ননীর পত্রিকার অনুষ্ঠান বিকাল ৫ টা নাগাদ শেষ হয়। উপস্থিত মহকুমা শাসক অয়ন নাথ,রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,জেলার মৎস্য ও প্রাণিসম্পদে কর্মাধ্যক্ষ রবি মূর্মু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।