তুফানগঞ্জ ১: মুরগির খাবারের বস্তার আড়ালে অবৈধভাবে মদ পাচারের চেষ্টা , রায়ডাক নাকা পয়েন্টে উদ্ধার বিপুল পরিমাণে মদ, ধৃত ২ জন
ঘটনাটি রবিবার সকালে কামার ফুলবাড়ি রায়ডাক নাকা পয়েন্ট এর ঘটনা। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে অসমের দিক থেকে আসা একটি লরিকে নাকা পয়েন্টে তল্লাশি চালাতে গিয়ে লরীতে মুরগির খাবারের বস্তা দেখতে পাওয়া যায়। এরপরই তল্লাশি চালাতে গিয়ে বস্তার আড়ালে ৭০ টি মদের কার্টুন উদ্ধার করে পুলিশ। প্রত্যেকটি কার্টুনে ৮৪০ বোতল করে মদ ছিল। ঘটনায় লরির চালক অসমের বঙ্গাইগাওয়ের বাসিন্দা শফিকুল ইসলাম ও সহকারি জাকিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।