মানিকচক: একে বন্যায় প্লাবিত, তার ওপর বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় গণেশটোলা গ্রামে ব্যাপক চাঞ্চল্য
বন্য প্লাবিত হয়ে অত্যন্ত করুণ অবস্থায় দিন কাটছে ভুতনির বিস্তীর্ণ এলাকার মানুষের। তারি মাঝে বাড়িতে রান্নার কাজ চলার সময় গনেশটলা গ্রামে একটি বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা হাত লাগাই এবং আগুন নিয়ন্ত্রণে আসে। তখন ছড়িয়ে পড়লে গোটা গ্রাম পুরো ছারখার হয়ে যেত বলে মনে করছে স্থানীয়রা। রিংকু মন্ডল নামে ওই মহিলার বাড়িতে রান্না করতে গিয়ে আগুন লাগে।ফ্রিজ সহ একটি ঘর পুড়ে ছারখার হয়েছে।