রাজনগর: রাজনগরে তৃণমূলের বিজয়া সম্মিলনিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক
রাজনগরে তৃণমূলের বিজয়া সম্মিলনিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক। রাজনগরের ডাকবাংলোয় নজরুল মঞ্চে রবিবার বিকেল পাঁচটা নাগাদ বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। এই সম্মেলনিতে এসআইআর বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন এসআইআর একটি ষড়যন্ত্র। এর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু তৃণমূল তা কখনোই হতে দেবে না। SIR হোক, কিন্তু বৈধ ভোটার বাদ যেন না যায়।