দক্ষিণগ্রাম অঞ্চলে দক্ষিণগ্রাম হাটতলা থেকে দক্ষিণগ্রাম মোড় হয়ে রাতমা ,শিপুরা ,শিবগ্রাম , ঢালাইচণ্ডীমোড় থেকে পাখুরিয়া পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচী সম্পন্ন হল আজ। এদিন বৈকালে কর্মসূচি উদ্বোধন করলেন বাম নেতা অরূপ বাগ। পাড়ায় পাড়ায় পথ সভায় বক্তব্য রাখেন বাম নেতা তমাল চন্দ্র দে থেকে শুরু করে গোলাম নিজামউদ্দিন , শিবদাস লেট , প্রসাদ দাই সহ আরো অনেকেই।