কাটোয়া ২: জগদানন্দপুর পঞ্চায়েতের সামনে উত্তেজনা বিক্ষোভ, রাস্তা নালা মেরামত না হওয়ায় প্রধানের ঘরের সামনে ধর্ণা CPIM ৫ সদস্যের
কাটোয়া-২ ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতে উত্তেজনা! উন্নয়ন না হওয়ার অভিযোগে সিপিএম ৫ সদস্যদের ধর্নায় উত্তাল জগদানন্দপুর পঞ্চায়েত, পাল্টা দাবি প্রধান ও শাসকদলের। উন্নয়নের দাবিতে দুপুর থেকে প্রধানের ঘরের সামনে ধর্নায় সিপিএমের পাঁচ সদস্য। অভিযোগ—নালা সাফাই থেকে রাস্তা মেরামত, কিছুই হচ্ছে না, গ্রামজুড়ে দুর্ঘটনা বাড়ছে। দাবি না মানায় পঞ্চায়েত প্রধানের দপ্তরের মেঝেতেই অবস্থান। অন্যদিকে প্রধান হারু দাসের দাবি, “সবই নিয়ম মাফিক চলছে, অভিযোগ ভিত্তিহীন।” পূর