কোচবিহার ১: তৃণমূলের বোমা বন্দুকের রাজনীতিতে কোচবিহার আবার উত্তপ্ত হবে,গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে কোচবিহারে বললেন বিজেপি জেলা সহ-সভাপতি
বোমা বন্দুকের রাজনীতিতে কোচবিহার আবার উত্তপ্ত হবে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে কোচবিহারে বললেন বিজেপি জেলা সহ-সভাপতি। উল্লেখ্য রবিবার দলবিরোধী কাজের অভিযোগ তুলে তৃণমূলের কোচবিহার 2 নং ব্লক সভাপতি সজল সরকার কে শোকজ করে তৃণমূলের জেলা নেতৃত্ব। যদিও এর পাল্টা দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার বলেন তিনি জেলা সভাপতি শোকজ এর উত্তর দেবেন না। কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এ প্রসঙ্গে বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বোস কি বলেছেন শুনে নেব