সাব্রুম: শ্রমিক স্বার্থে ৮ দফা দাবিতে সাব্রুমের শ্রম আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন সিআইটিইউ
শ্রমিক স্বার্থে ৮ দফা দাবিতে সাব্রুমের শ্রম আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন সিআইটিইউ। ১৯ শে সেপ্টেম্বর বেলা আড়াই ঘটিকায় সাব্রুম শ্রম আধিকারিক অমিৎ করের সাথে দেখা করে দাবি সনদের স্মারকলিপি তুলে দেন। সাব্রুম মহকুমার লিলাগড় চা বাগানে বড় দূর্নিতিতে জড়িয়ে পরেছে লিলাগড় চা বাগান শ্রমিক সমবায় সমিতির বোর্ড।আর্থিক দুর্নিতির ফলে এই বৎসর চা বাগানে কর্মরত শ্রমিকদের পুজার বোনাস পর্যন্ত দিতে পারছেন না।দুর্নিতিতে জড়িত শাসক দলের নেতাদের বিরুদ্ধেও কোনরূপ ব্যবস্থা নেই