শালবনি: বৃষ্টিতে ভিজেই রাবণ দহন তোমার নদীর তীরে, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই শালবনীতে রাবণ দহন অনুষ্ঠিত হলো
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই আজ শুক্রবার বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় শুরু হয় বৃষ্টিপাত। তারি মাঝে প্রবল বর্ষণ কে উপেক্ষা করেই শালবনীতে আয়োজিত হলো রাবণ দহন, প্রবল বর্ষণে রাবণ ঠিকঠাক না পুড়লেও বৃষ্টিতে ভিজেই হাজার হাজার মানুষ উপভোগ করেন এদিনের রাবণ দহন। এদিন রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ শালবনীতে তমাল নদীর তীরে আয়োজিত হয় রাবণ দহন অনুষ্ঠান। কিন্তু প্রবল বর্ষণের কারণে ঠিকঠাক ভাবে রাবণ এদিন আগুন লাগেনি বলে জানা গিয়েছে।