মথুরাপুর ২: রাধাকান্তপুর অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত রায়দিঘী বিধানসভার বিধায়ক
রায়দিঘী বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের রাধাকান্তপুর অঞ্চলে " আমাদের পাড়া আমাদের সমাধান"ও "দুয়ারে সরকার" ক্যাম্প অনুষ্ঠিত হয় আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা এগারোটা কুড়ি মিনিট নাগাদ এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা সহ বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গ আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে,।