কুমারগ্রাম: পশ্চিম চেংমারিতে বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রবিবার পশ্চিম চেংমারিতে বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। এদিন দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম নিরোধ মাহাতো(৪৭)। এদিন সকালে ঘরের বারান্দায় নিরোধ মাহাতোকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে এদিন ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।