রানিগঞ্জ: রানীগঞ্জের নতুন চটির রুইদাস পাড়ার ১৮৩ বছর আগে লক্ষ্মী পূজা সূচনা, জাতিভেদ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে এই পূজায়
আসানসোল রানীগঞ্জ সালটা ১৮৪২, বাংলা ১২৪৯ সন। দেশে যখন জাত-পাতের ভেদাভেদ তীব্র। রানীগঞ্জ ফলে তথাকথিত নিম্ন শ্রেণীর হওয়ায় রুইদাসদের স্থানীয় 'উঁচুজাতে'র পূজোয় অংশগ্রহণের সুযোগ ছিলনা। ফলে রানীগঞ্জ শহরের নতুনচটির রুইদাস পাড়ার মানুষ ১৮৩ বছর আগে কোজাগরী লক্ষী পূজার সূচণা করেন এমনটাই স্থানীয়দের দাবি। তবে সময় বদলেছে, এখন ভেদাভেদ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ সমস্ত উৎসব অনুষ্ঠানেই যোগ দেন। তবুও ধারাবাহিকতা এখনো নতুনচটী রুইদাস পাড়ায় কোজাগরী